নিউজ ডেস্ক: কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মালবাজার সহ ডুয়ার্সের একাধিক এলাকা। শনিবার সকালে ধেয়ে আসে কালবৈশাখী। কয়েক মিনিটের তাণ্ডব চালানোর পর শুরু হয় বৃষ্টিপাত। এদিনের ঝড়বৃষ্টিতে মালবাজারে জাতীয় সড়কের ওপর উপড়ে পড়ে একটি গাছ। এরফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুটা পরে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।