নিউজ ডেস্ক: কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। ন্যক্কারজনক ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে পালান নির্যাতিতা। থানায় অভিযোগ জানাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোরে ডেবরা থেকেই গ্রেফতার হয় তিনজন। শনিবার ধৃত তিন যুবককে মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।