নিউজ ডেস্ক: বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় হ্রাস হয়েছে। রবিবারও কলকাতার নূন্যতম তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই, তাপমাত্রা নামতেই মনোরম আবহাওয়া শহর থেকে শহরতলিতে। গ্রাম বাংলায় আবার শীতের মতো আমেজ অনুভূত হয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি নীচে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে, ২৪ মার্চের পর আবহাওয়ার উন্নতি হবে। তারপর থেকে আবারও শুষ্ক হয়ে উঠবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। একটু একটু করে বাড়বে তাপমাত্রা।