নিউজ ডেস্ক: দিল্লির ডিয়ার পার্কে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবক-যুবতী। রবিবার সকালে গাছ থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই দু’জন আত্মঘাতী হয়েছেন। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।
রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডিয়ার পার্কে গাছে ঝুলন্ত অবস্থায় দু’টি দেহ দেখতে পাওয়া যায়। গলায় ফাঁস লাগিয়ে তাঁরা আত্মহত্যা করেছে। পুলিশের অনুমান, ওই দু’জন আত্মঘাতী হয়েছেন। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।