নিউজ ডেস্ক: মালদার বৈষ্ণবনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। মৃত যুবকদের নাম, সাবির আলম (২৪), রমজান শেখ (১৯) ও সাদিকাতুল ইসলাম (২০)। তাঁরা তিনজনেই মালদার মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফরাক্কা থেকে মেহেরপুর যাওয়ার পথে বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে ঘটে দুর্ঘটনাটি।
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। শনিবার কেরল থেকে ট্রেনে করে ফিরে ফরাক্কায় নামে সাবির। তাঁকে আনতেই বাইক নিয়ে গিয়েছিল রমজান এবং সাদিকাতুল। সাবিরকে ফরাক্কা স্টেশন থেকে বাইকে করে নিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনাটি। সূত্রের খবর, বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের। তিনজনের কারোরই মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বন্ধুর।