নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সৌজন্যে তাপমাত্রাও কিছুটা নেমেছে। তবে, সোমবারও কলকাতার নূন্যতম তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। আবারও পারদ চড়তে শুরু করবে। আগামী তিন দিন ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে গরমও বাড়বে।পশ্চিমের জেলাগুলিতে তা ৩৮-৪০ ডিগ্রি হতে পারে। তবে সোমবার পশ্চিমের তিনটি জেল – বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
এদিকে, উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলায় সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এরপর ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিনদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর পরবর্তী দু’তিনদিন একই রকম থাকবে আবহাওয়া। তবে শুক্রবার থেকে ফের হাওয়া বদল। উত্তরবঙ্গের পার্বত্য দু,তিনটি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি – এই তিন জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হওয়ার সম্ভাবনা।