নিউজ ডেস্ক: গাজায় ফের মৃত্যুর মিছিল। সংঘর্ষবিরতির চুক্তি শেষ হওয়ার পর রবিবার রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। লক্ষ্য ছিল দক্ষিণ গাজার খান ইউনুস শহরের নাসির হাসপাতাল। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন, যাদের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষ।
ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন হামাসের এক শীর্ষ কমান্ডার। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল বারহুম, যিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইজরায়েলের দাবি, হামাস আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাসপাতালকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করছিল।
প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতে থাকা যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শুধু গাজা নয়, হেজবোল্লার বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ তুলে ইজরায়েল লেবাননের সীমান্তবর্তী এলাকায়ও হামলা চালিয়েছে, যেখানে ৮ জন নিহত হন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, “গাজার মাটি থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করাই আমাদের লক্ষ্য। যতদিন ইজরায়েলি পণবন্দিরা মুক্ত না হচ্ছে, ততদিন আমাদের হামলা চলবে।”
উল্লেখ্য, গত দুই মাস ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে বন্দি মুক্তি নিয়ে সংঘর্ষবিরতি চলছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হতেই পরিস্থিতি ফের রক্তাক্ত। যুদ্ধ থামার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত নেই।