নিউজ ডেস্ক: কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করে বিতর্কিত কৌতুকে বিপত্তি। মুম্বইয়ের এক হোটেলে শো চলাকালীন শিণ্ডেকে ‘গদ্দার’ বলে গান বাঁধায় ক্ষুব্ধ শিণ্ডে শিবির। ভিডিও ভাইরাল হতেই হোটেলে হামলা ও ভাঙচুর চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। কামরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সাংসদ সঞ্জয় নিরুপম হুঁশিয়ারি দেন মারধরের। ঘটনায় উত্তপ্ত মুম্বই। তবে কুণালের পাশে দাঁড়িয়েছে উদ্ধব শিবির ও আদিত্য ঠাকরে। গানটিকে ‘সঠিক’ বলে দাবি তাঁদের। আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা তীব্র হচ্ছে রাজ্য জুড়ে।