নিউজ ডেস্ক: ধর্মীয় অনুষ্ঠানের নাম করে ভয়ঙ্কর ষড়যন্ত্র! ফের মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ) বা জেএমবি। গোয়েন্দা সূত্রে খবর, চলতি মার্চ মাসের মধ্যেই এক জেএমবি শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ছক কষেছে। ওই নেতা মুর্শিদাবাদের তিনটি জায়গায় স্লিপার সেলের সদস্যদের সঙ্গে দেখা করে ‘মগজধোলাই’ করার পরিকল্পনা করেছে।
গোয়েন্দাদের মতে, ওই জঙ্গি নেতার ছদ্মনাম ‘ইসমাইল’। বাংলাদেশের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলে তার কার্যকলাপ রয়েছে। ধারণা করা হচ্ছে, ইসমাইল সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে ঢুকে ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত তরুণদের জেহাদি চিন্তাধারায় প্রভাবিত করতে চায়।
সূত্রের খবর, মুর্শিদাবাদের তিনটি জায়গায় থাকা স্লিপার সেল সদস্যরা এলাকার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ইসমাইলের টার্গেট মূলত ওই প্রতিষ্ঠানগুলির ছাত্ররা। প্রথম দফায় অন্তত ২০ জন কিশোর-তরুণকে মগজধোলাই করে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণে পাঠানোর ছক তৈরি হয়েছে।
এই আশঙ্কায় সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে নদীপথসহ সব অনুপ্রবেশপথে। রাজ্য পুলিশের এসটিএফ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও নজরদারিতে নেমেছে।
ইতিমধ্যে সাদিপুর, রানিনগর, ধুলিয়ান এলাকায় নজরদারি শুরু হয়েছে। তিন স্লিপার সেল সদস্যকে চিহ্নিত করেছে গোয়েন্দারা। সূত্রের খবর, ভিপিএন কল ও বিশেষ মেসেজিং অ্যাপে তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। রাজ্যে আবার জঙ্গি সংগঠনের সক্রিয়তা গোয়েন্দাদের উদ্বিগ্ন করে তুলেছে।