নিউজ ডেস্ক: সোমবার সকালে কলকাতার মা ফ্লাইওভারে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। বাইকে থাকা দুইজনই গুরুতর আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন এক তরুণী, যিনি সম্ভবত পরীক্ষা দিতে যাচ্ছিলেন। ধাক্কায় তাঁর হেলমেট ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। বাইকের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। আহতদের প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, পরে একজনকে রুবি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার ফলে ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।