নিউজ ডেস্ক: আইপিএলে ফের বর্ণবিদ্বেষী মন্তব্যের বিতর্কে জড়ালেন হরভজন সিং। রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ইংরেজ পেসার জফ্রা আর্চারকে নিয়ে হিন্দি ধারাভাষ্যে বিতর্কিত মন্তব্য করেন তিনি। আর্চারের ব্যর্থতা ব্যাখ্যা করতে গিয়ে হরভজন বলেন, “লন্ডনের কালো ট্যাক্সির মিটার যেমন বাড়ে, আর্চারের মিটারও বেড়ে চলেছে।” সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই একে বর্ণবিদ্বেষমূলক বলে দাবি করেন ও হরভজনের ক্ষমা প্রার্থনার দাবি তোলেন। ২০০৮ সালে সাইমন্ডসকেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে জড়িয়েছিলেন হরভজন। ধারাভাষ্য প্যানেলে ইরফান পাঠানকে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিতর্কে উত্তপ্ত আইপিএল কমেন্ট্রি বক্স।