নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত বাড়াল কলকাতা হাই কোর্ট। শারীরিক অসুস্থতার কারণে জামিন বাড়ানো হয়েছে বলে জানায় আদালত। যদিও নজরদারির জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সুজয়। অভিযোগ, বাহিনীর সদস্যরা তাঁর ব্যক্তিগত শৌচাগার পর্যন্ত ব্যবহার করছেন। আদালত নির্দেশ দিয়েছে, বাহিনীকে বাড়ির বাইরে অস্থায়ী ঘরে থাকার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক ও আত্মীয়দের প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। সিবিআই নজরদারি বজায় রাখবে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই দু’বার গ্রেফতার করেছিল সুজয়কে। তাঁর জামিন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।