নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে দেহরাদূন-হরিদ্বার হাইওয়ের ওপর ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িতে ধাক্কা মারল একটি ডাম্পার। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। এ দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার (গ্রামীণ) জে বালুনি বলেছেন, দেহরাদূন-হরিদ্বার হাইওয়ের ওপর লাচ্চিওয়ালা টোল প্লাজায় একটি ডাম্পার তিনটি গাড়িতে ধাক্কা মারে, সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িগুলো তুবড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং এসডিআরএফ উদ্ধার অভিযান চালায়।