নিউজ ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ‘প্রথম আলো’র রিপোর্ট অনুযায়ী, তামিম হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। যদিও চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। এই ঘটনায় বিসিবি-র একটি গুরুত্বপূর্ণ সভাও বাতিল করা হয়েছে। গোটা ক্রিকেট মহলে তামিমের দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ ছড়িয়েছে। তাঁর পাশে রয়েছেন পরিবারের সদস্যরা ও মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ।