নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী-অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে জানানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে গোয়েন্দা তদন্তের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাকরি থেকেও বরখাস্ত করা হবে। তবে আওয়ামী লিগ ও সংখ্যালঘু নেতারা এই সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করতে ‘গোয়েন্দা রিপোর্ট’ ব্যবহার করছে। শিক্ষা ও প্রশাসন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের কর্মীদের সরাতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হচ্ছে।