নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার রাতে চণ্ডীপুর থানার অন্তর্গত মগরাজপুর রেলওয়ে ওভারব্রিজের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক-সহ দু’জনের। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রবীন্দ্রনাথ বারি (৪৪) ও সোমনাথ প্রামাণিক (২৩)। রবীন্দ্রনাথবাবু হলদিয়া থানার এএসআই ছিলেন। তাঁর বাড়ি তমলুক শহরে পায়রাচালিতে। অন্যদিকে, সোমনাথের বাড়ি চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর-২ পঞ্চায়েতের খাগদা গ্রামে। তাঁদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ও সোমনাথ একটি প্রাইভেট গাড়িতে ভূপতিনগর থানার মাধাখালি থেকে হলদিয়া ফিরছিলেন। মগরাজপুরে আসতেই ওই প্রাইভেট গাড়িটি বিপরীত দিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যার জেরে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর সংকটজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই এএসআই-এর মৃত্যু হয়। পরে সোমবার সকালে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমনাথের মৃত্যু হয়।