নিউজ ডেস্ক: রামনবমী উপলক্ষে রাজ্যে উত্তেজনা তুঙ্গে। ব্যারাকপুরে সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দেন, “রামনবমী মিছিল ঘিরে কেউ বাধা দিলে, ইটের জবাব পাথর দিয়ে দিন।” পুলিশের বাধার বিরুদ্ধেও পাল্টা প্রতিরোধের আহ্বান জানান তিনি। এদিকে, রামনবমীর দিনে কলকাতায় IPL ম্যাচ বাতিল হওয়ায় ক্ষুব্ধ সুকান্ত। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে ম্যাচ গুয়াহাটিতে সরানো হয়েছে। প্রশ্ন তোলেন, “অসমে BJP সরকার একইদিনে রামনবমী ও IPL করতে পারলে, বাংলা কেন পারছে না?” এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক।