নিউজ ডেস্ক: দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে চলায় এবার কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। বিচারপতি জেবি পারদিওয়ালা ও আর মহাদেবনের নেতৃত্বে গঠিত বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, কলেজ হোস্টেলগুলোতে ঘটে চলা আত্মহত্যা আর বিচ্ছিন্ন ঘটনা নয়—এগুলো একটি গভীর সামাজিক ও কাঠামোগত সংকটের প্রতিফলন।
এই সংকটের সমাধান খুঁজতেই আদালত এবার একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস রবীন্দ্র ভাট। চার মাসের মধ্যে কমিটিকে একটি সুপারিশমূলক রিপোর্ট জমা দিতে হবে, যেখানে আত্মহত্যার মূল কারণ, মানসিক স্বাস্থ্য সমস্যা, ক্যাম্পাসে বৈষম্য ও র্যাগিংয়ের প্রভাব এবং এসব প্রতিরোধে করণীয় পদক্ষেপ উল্লেখ থাকবে।
এই টাস্ক ফোর্সে উচ্চশিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। আদালত মনে করছে, মানসিক স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা ও কাঠামোগত পরিবর্তন আনাই এখন সময়ের দাবি।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করবে না, একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে থাকা অব্যবস্থাও চিহ্নিত করতে সাহায্য করবে।
আইআইটি দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে আদালতের মন্তব্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। আদালত স্পষ্ট করেছে, শুধু প্রাথমিক তদন্ত নয়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ জরুরি।
সুপ্রিম কোর্টের এই রায় দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। মনে করা হচ্ছে, এই পদক্ষেপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও নিরাপদ শিক্ষাঙ্গন গঠনে সহায়ক হবে।