নিউজ ডেস্ক: বাংলাদেশের ঢাকায় সেনাবাহিনীর সদর দপ্তরে চলছে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বৈঠক শেষে জাতির উদ্দেশে বার্তা দিতে পারেন বলে একাধিক সূত্রে খবর। বাংলাদেশ পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেনা তৎপরতা নিয়ে জল্পনা তীব্র হচ্ছে—সেনাবাহিনী কি শাসনভার গ্রহণ করবে, নাকি জরুরি অবস্থা জারি হবে, তা এখনও অনিশ্চিত। মহম্মদ ইউনুসকে সরিয়ে সেনা হস্তক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সকাল ১০টা থেকে সেনা সদর দপ্তরে গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে বৈঠক চলছে। পরিস্থিতি উত্তপ্ত, রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য পরিবর্তনের দিকেই নজর দেশের।