নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটা যখন দুপুর ১২-র ঘরে পৌঁছবে ঠিক তখনি স্কুলে স্কুলে বেজে উঠবে ঘণ্টা। হ্যাঁ ঠিক এমনটাই হতে চলেছে ২৬ মার্চ। বীরভূমের জেলাশাসক বিধান রায়ের উদ্যোগে এমনই এক অভিনব কর্মসূচির সাক্ষী থাকবে বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষা কেন্দ্র। কিন্তু হঠাৎ কেন এমন উদ্যোগ জানেন? এই কর্মসূচির পিছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। জেলায় বাল্যবিবাহের অভিশাপে শিক্ষা জীবন থেকে দূরে চলে যাচ্ছে মেয়েরা। তাই বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করতে জেলা প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, শিক্ষা দপ্তর মিলে এই উদ্যোগ নিয়েছে। ২৬ মার্চ জেলার প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রে সকাল ১১.৩০ অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ রোধ নিয়ে আলোচনা হবে। এরপর দুপুর ১২টার সময় প্রতিটি স্কুলে তিন বার ঘণ্টা বাজবে। স্লোগান উঠবে, ‘জেলা জুড়ে একই স্বর, বাল্যবিবাহ, বাল্যশ্রম রোধ কর।’