নিউজ ডেস্ক: দেশের আর্থিক বাস্তবতা এবং মূল্যস্ফীতির প্রেক্ষিতে সাংসদদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একলাফে ২৪ শতাংশ বাড়ানো হল সাংসদদের বেতন। বাড়ছে সাংসদদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও।
সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংসদদের মাসিক বেতন ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৪ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে তাঁদের দৈনিক ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজার টাকা। প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৩১ হাজার টাকা। এছাড়াও, অতিরিক্ত বছরে প্রতি মাসে ২ হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে আড়াই হাজার টাকা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বেতনবৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক স্বস্তির জন্য নয়, বরং সাংসদদের কার্যকর ও দায়বদ্ধ ভূমিকা পালনের সুবিধার্থে নেওয়া হয়েছে। আয়কর আইন মেনেই এই নতুন কাঠামো তৈরি হয়েছে, যাতে মুদ্রাস্ফীতির চাপ থেকে সংসদীয় কার্যকলাপ প্রভাবিত না হয়।
উল্লেখযোগ্যভাবে, এই নতুন বেতন কাঠামো ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। ফলে সাংসদরা পূর্ববর্তী সময়ের বর্ধিত বেতন ‘এরিয়ার’ হিসাবে এককালীন পাবেন।