নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গেও আপাতত কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রির গণ্ডি। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে । দক্ষিণবঙ্গে আপাতত ৪-৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।উত্তরের জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি নীচে।
অন্যদিকে সোমবার থেকে উত্তরবঙ্গে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে পারদ। পরবর্তী তিন দিনে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর পরবর্তী দু-তিন দিন একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের দুই তিন জেলাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।