নিউজ ডেস্ক: হাওড়ার মন্দিরতলায় নবান্নের কাছে উল্টে গেল মালবোঝাই একটি কন্টেনার। মঙ্গলবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। এর ফলে মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী সেতুতে ব্যাহত হয়েছে যান চলাচল। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে মন্দিরতলার কাছে একটি পণ্যবোঝাই কন্টেনার উল্টে যায়। রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে উল্টে যায় কন্টেনারটি।
যার ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা। খবর পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকেরা ছুটে যান। ক্রেনের সাহায্যে কন্টেনারটিকে সরানোর চেষ্টা শুরু হয়। কিন্তু মালবোঝাই কন্টেনারটি বেশ ভারী হওয়ায় সেটিকে সরাতে সমস্যা তৈরি হয়। অনেক চেষ্টার পর কন্টেনার সরিয়ে দেওয়া হয়, এরপর খুলে দেওয়া হয় হাওড়ার মন্দিরতলার রাস্তা, শুরু হয় যান চলাচল।