নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে মসকরা করায় কমেডিয়ান কুণাল কামরার উপর তেতে উঠেছেন শিণ্ডে ভক্তরা। স্টুডিও ভাঙচুরের পাশাপাশি কুণালকে মারধর দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার পালটা মুখ খুললেন কৌতুক শিল্পী। কড়া সুরে জানালেন, ‘কারও ভয়ে খাটের নিচে লুকোব না। ক্ষমা চাইব না’।
কুণাল আরও বলেন, ‘বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র ক্ষমতাশালী, বিত্তশালীদের প্রশংসার্থেই ব্য়বহার্য নয়। আপনার যদি প্রভাবশালী কাউকে নিয়ে ঠাট্টা সহ্য করার ক্ষমতা না থাকে, তার জন্য আমার অধিকার বদলাবে না। আমি যতদূর জানি, নেতাদের নিয়ে ঠাট্টা করা, রাজনৈতিক ব্যবস্থার নামে দেশে যে সার্কাস চলছে, তা নিয়ে ঠাট্টা করা আইন বিরুদ্ধ নয়।’
সম্প্রতি নিজের একটি শোয়ের ভিডিও ইউটিউবে শেয়ার করেন কুণাল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন তিনি। কিন্তু সেই ভিডিও মনঃপুত হয়নি অনেকেরই। কুণালের কিছু মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে একনাথ শিন্ডের শিবসেনা।