নিউজ ডেস্ক: নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এনকাউন্টার এখনও চলছে।
মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনী মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সকাল ৮টা থেকে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয় এবং এখনও অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত ৩ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এনকাউন্টার এবং তল্লাশি অভিযান এখনও চলছে।