নিউজ ডেস্ক: দিল্লির প্রগতি হবে, রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। জোর দিয়ে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেছেন, দিল্লির জন্য বজরং বলি আশীর্বাদ করবেন। দিল্লির ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য মন্ত্রীরা মঙ্গলবার সকালে কনৌট প্লেসের হনুমান মন্দির পরিদর্শন করেছেন।
হনুমান মন্দিরে বজরং বলির আরাধনা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, দিল্লির জন্য বজরং বলি আশীর্বাদ করবেন। দিল্লির প্রগতি হবে, রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।