নিউজ ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের দাবির বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ স্পষ্টভাবে বলেন, পাকিস্তান বেআইনিভাবে জম্মু-কাশ্মীরের একটি বড় অংশ দখল করে রেখেছে এবং সেটি অবিলম্বে মুক্ত করতে হবে। পাশাপাশি তিনি জানান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
সোমবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূলত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছিল। তবে সেই মঞ্চেই পাকিস্তানের প্রতিনিধি সৈয়দ তারিক ফতেমি ভারতকে কাশ্মীর ইস্যুতে দোষারোপ করেন। এর জবাবে ভারত জানিয়ে দেয়, পাকিস্তান কাশ্মীরের একাংশ বেআইনিভাবে দখল করে রেখেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
পি হরিশ পাকিস্তানের ক্রমাগত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, একটি মিথ্যা বারবার বলা হলেও সেটি কখনো সত্য হয় না। পাশাপাশি তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার বিষয়টি উত্থাপন করেন এবং বলেন, এটি শুধু ভারতের নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় হুমকি।
ওয়াকিবহালের মতে মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করছে। ভারত এবার আরও শক্ত অবস্থান গ্রহণ করে এই বিষয়টি জাতিসংঘের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।