নিউজ ডেস্ক: খুনের চেষ্টা ও মারধরের মামলায় তৃণমূল নেত্রী কাকলি গুপ্তা সহ ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। কিন্তু সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে কাকলি গুপ্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইসিজি রিপোর্টে সমস্যা ধরা পড়লেও, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—এটি কি সত্যিই অসুস্থতা, নাকি আইনি প্রক্রিয়া এড়ানোর কৌশল? বিজেপি নেতাদের দাবি, অপরাধীদের যথাযথ শাস্তি পেতে হবে, অসুস্থতার অজুহাতে মুক্তি পাওয়া যাবে না। আদালতের রায়ের পরপরই তৃণমূল নেতার এই আচরণ নিয়ে বিতর্ক দানা বাঁধছে।