নিউজ ডেস্ক: সোমবার রাতে বারাসত স্টেশনের কাছে আপ বনগাঁ লোকালের রেল লাইনে পরপর সাজানো পাথর দেখতে পান স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। বিষয়টি তারা দ্রুত লোকো মোটর ম্যানকে জানান এবং রেল পুলিশকেও খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেওয়া হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। জিআরপি জানিয়েছে, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই কাজ করেছেন। তবে যাত্রীদের অভিযোগ, রেল নিরাপত্তায় গাফিলতির ফলে এই ধরনের ঘটনা ঘটছে। ভবিষ্যতে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়াতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।