নিউজ ডেস্ক: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রতিবাদে মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই বদলি মেনে নিতে পারছেন না এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা। এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি বলেছেন, “মূল কথা হলো, আমাদের লড়াই কোনও বিচারকের বিরুদ্ধে নয়, বরং ব্যবস্থার বিরুদ্ধে। এখানে কঠোর পরিশ্রমী বিচারক আছেন, এখন তাঁদের ভাবমূর্তি ঝুঁকির মুখে। এলাহাবাদ হাইকোর্টকে একটি আবর্জনার স্তূপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুর্নীতির অভিযোগে যদি কোনও আদালতের বিচারককে বদলি করা হয়, তাহলে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হচ্ছে, সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের অবস্থা জানে, ত্রুটি সমাধানের পরিবর্তে, যদি আপনি আরও ত্রুটিপূর্ণ লোকদের এখানে বদলি করেন, তাহলে ব্যবস্থা ভেঙে পড়বে।”