নিউজ ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। মঙ্গলবার সকালে বাঁকুড়ার ওন্দার রামসাগরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তিনি ও তাঁর দলীয় কর্মীরা। অমর নাথ শাখার অভিযোগ, “শাসকদল বিরোধী দলনেতাকে বাধা দিত, এখন পুলিশও সেই কাজ করছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে।” প্রসঙ্গত, সোমবার হাওড়ার বেলগাছিয়ায় ঘরহারা মানুষদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁর হাত কেটে যায় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই পথে নামে বিজেপি।