নিউজ ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বৃদ্ধির (Weather Update) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৪-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা, তারপর আবহাওয়া বিশেষ কোনও পরিবর্তন হবে না।
অন্যদিকে কাল বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। পরশু শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার ও সোমবার শুধু দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।
তবে উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ৪-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রির গণ্ডি। আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: ডেঙ্গি প্রতিরোধে নকশা তৈরি কলকাতা পুরসভার, ৬৮টি ওয়ার্ডকে ‘বিপজ্জনক’ চিহ্নিত
কলকাতায় (Kolkata) আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ৷