ছত্তিশগড়: ছত্তিশগড়ের (Chhattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাসভবনে হানা দিল সিবিআই (CBI)। বুধবার সকাল থেকে ভূপেশের রায়পুর ও ভিলাইয়ের (দুর্গ জেলা) বাসভবনে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই-এর এই অভিযান প্রসঙ্গে ভূপেশ বাঘেলের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “সিবিআই এসেছে। ৮ ও ৯ এপ্রিল আহমেদাবাদে (গুজরাট) অনুষ্ঠিতব্য এআইসিসি সভার জন্য গঠিত খসড়া কমিটির বৈঠকে যোগ দিতে বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের দিল্লি যাওয়ার কথা রয়েছে। এর আগে, সিবিআই রায়পুর এবং ভিলাইয়ের বাসভবনে পৌঁছেছে।”
ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাসভবন ছাড়াও তাঁর উপদেষ্টা বিনোদ বর্মা এবং ভিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদবের বাড়িতে চলছে তল্লাশি। আইপিএস অফিসার আরিফ শেখ এবং অভিষেক পল্লবের বাড়িতেও তল্লাশি চালানোর খবর পাওয়া গিয়েছে। সিবিআই দল দু’টি গাড়িতে করে বাঘেলের রায়পুরের বাসভবনে পৌঁছয়। বুধবার সকাল ৭:৪৫ মিনিট নাগাদ মহাদেব মামলার তদন্তের জন্য সিবিআই-এর একটি দল দেবেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছয়, কিন্তু ভিলাইয়ের মেয়র নীরজ পাল এবং অন্যান্য সমর্থকরা সিবিআই আধিকারিকদের বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়।