রাজারহাট: রাজারহাট (Rajarhat) থানায় এলাকার রেকজোয়ানিতে একের পর এক ঝিল ও পুকুর। সেগুলিই রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সমস্ত নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশি পাহারায় চলছে পুকুর ভরাটের কাজ।
জানা গিয়েছে রাত বাড়লেই চুপি চুপি চলে আসছে জেসিবি। অন্ধকারেই মাটি কাটার কাজ শুরু করে দিচ্ছেন প্রোমোটার। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুকুর ভরাট আটকাতে গেলে পুলিশের তরফ থেকে বলা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিএলআরও-র নির্দেশ। তাই নাকি করা হচ্ছে পুকুর ভরাটের। প্রতিবাদ করলেই গ্রেফতারির হুমকি আসে পুলিশের তরফে। কিন্তু, সব দেখেও কেন চুপ করে আছে প্রশাসন? কার প্রশ্রয়ে হচ্ছে এই বেআইনি কাজ? প্রশ্ন এলাকার বাসিন্দাদের। যেখানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্টতই নির্দেশ দিয়েছেন, কোনওরূপ জলাভূমিই ভরাট করা যাবে না, সেখানে কিভাবে রাতের অন্ধকারে কার মদতে চলছে এই ‘বেআইনি’ কাজ?