নিউজ ডেস্ক: মার্কিন নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে নতুন আদেশনামায় স্বাক্ষর করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার প্রকাশিত এই নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভোটার নিবন্ধনের জন্য বাধ্যতামূলকভাবে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এছাড়া, শুধুমাত্র নির্বাচনের দিনই ভোট প্রদান করা যাবে, ভোটের পর ব্যালট গ্রহণের প্রচলন বন্ধ করা হবে।
ট্রাম্পের (Donald Trump) মতে, এই পদক্ষেপ ভোট জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে এবং জনগণের আস্থা বাড়াবে। উদাহরণ হিসেবে ভারত ও ব্রাজিলের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ভোটারদের পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়। বিপরীতে, মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন স্ব-প্রত্যয়িত ঘোষণার ওপর নির্ভর করছিল, যা অনিয়মের সম্ভাবনা তৈরি করেছিল বলে দাবি ট্রাম্প শিবিরের।
তবে এই আদেশনামাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকানরা একে স্বচ্ছ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখলেও, ডেমোক্র্যাট ও ভোটাধিকার সংস্থাগুলো একে গণতন্ত্রবিরোধী বলে সমালোচনা করছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলছে, এর ফলে নিম্নবিত্ত ও অভিবাসী সম্প্রদায়ের অনেক বৈধ ভোটার ভোটাধিকার হারাতে পারেন।
আরও পড়ুন: আবারও শহরে জাল ওষুধের হদিশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের তল্লাশিতে ধরা পড়ল ২০ লক্ষ টাকার জাল ওষুধ
আইন বিশেষজ্ঞদের মতে, মার্কিন সংবিধান অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষমতা মূলত পৃথক রাজ্যগুলোর হাতে। তাই প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে এই পরিবর্তন বাস্তবায়ন সহজ হবে না এবং এটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
নতুন নিয়মের কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, এটি যে আগামী মার্কিন নির্বাচনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠবে, তা নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।