নিউজ ডেস্ক: গাছ কাটার মাশুল গুনতে হবে ৪ কোটি ৫৪ লক্ষ টাকা। নজিরবিহীন রায় দেশের সর্বোচ্চ আদালতের। একের পর এক গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ এমনটাই স্মরণ করিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগ্রার তাজমহলের কাছে প্রায় সাড়ে ১০ হাজার স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে রয়েছে তাজ ট্রাপিজিয়াম জোন। ওই সংরক্ষিত এলাকায় প্রায় সাড়ে চারশ গাছ কেটে ফেলার অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। ৪৫৪ টি গাছ কেটে ফেলেছিল শিবশঙ্কর আগরওয়াল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানানো হয়, ৪৫৪ টি গাছ পরিবেশে থাকলে যে মঙ্গল হতো তা পুনরুদ্ধার করতে ১০০ বছর সময় লাগবে। এরপরেই অভিযুক্তকে একটি গাছ পিছু এক লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন বিচারপতিরা। ৪৫৪ টি গাছের জন্য তাকে মাশুল দিতে হবে ৪ কোটি ৫৪ লক্ষ টাকা।