উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকায় চাষের জমি থেকে এক মহিলার অর্ধনগ্ন ও ঝলসানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে কৃষকরা মাঠে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন। মহিলার শরীরের নিচের অংশ ও পেট সম্পূর্ণ পুড়ে গিয়েছে, হাতে শাখা-পলা ও সিঁদুর থাকায় দাম্পত্য পরিচয়ের ইঙ্গিত মিলছে। খবর পেয়ে পুলিশ ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়রা জানিয়েছেন, মহিলাকে আগে এলাকায় দেখা যায়নি, ফলে বাইরে থেকে এনে দেহ ফেলা হয়েছে বলে সন্দেহ। তদন্ত শুরু হয়েছে, বিভিন্ন থানায় ছবি পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।