নিউজ ডেস্ক: আইপিএল ২০২৫-এ শুভ সূচনা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে তারা ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসও তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে। বুধবার গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।কেকেআরের মিডল অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ, বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলরা প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে দলে কিছু পরিবর্তন আসতে পারে, বিশেষ করে পেস বোলিং আক্রমণে। অন্যদিকে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলরা ভালো ফর্মে থাকলে কেকেআরের জন্য ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে।