নিউজ ডেস্ক: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বুধবারও বিক্ষোভ অব্যাহত। অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গেট আটকে বিক্ষোভে সামিল ছাত্রছাত্রী ও অশিক্ষক কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, অস্থায়ী উপাচার্যকে নিরাপত্তা দিতে ও প্রয়োজনে এসকর্ট করে নিয়ে যেতে বলেছে পুলিশকে। অভিযোগ, উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে ছাত্র ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে উত্তেজনা থাকলেও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের দাবি করেছেন। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তার রিপোর্ট জমা দিতে হবে।