নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করলেন, রাজ্যে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ। এক পডকাস্টে তিনি বলেন, “১০০টি হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার নিরাপদ বোধ করবে, কিন্তু উল্টোটা হবে না।” বাংলাদেশের পরিস্থিতি টেনে এনে তিনি জানান, সেখানে সংখ্যালঘুরা চরম হিংসার শিকার। ২০১৭ সালে বিজেপি সরকার আসার পর সাম্প্রদায়িক হিংসা কমেছে বলেও জানান যোগী। তিনি বলেন, “হিন্দুরা নিরাপদ থাকলে মুসলিমরাও নিরাপদ থাকবেন।” তাঁর এই মন্তব্যকে সংখ্যালঘুদের প্রতি বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।