নিউজ ডেস্ক: কলকাতা হাই কোর্ট বারুইপুর পুলিশ সুপারের দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভের অনুমতি দিল। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে একাধিক শর্তসাপেক্ষে। আদালত জানিয়েছে, এক হাজারের বেশি কর্মী অংশ নিতে পারবেন না, হাসপাতাল এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ, সর্বোচ্চ ২৫টি মাইক চালু রাখা যাবে। শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগের পরই বিজেপি এই বিক্ষোভের ডাক দেয়। অনুমতি না মেলায় হাই কোর্টের দ্বারস্থ হয় দলটি। শুনানির পর আদালত অনুমতি দিলেও, পুলিশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলেছে।