নিউজ ডেস্ক: কুনাল কামড়ার (Kunal Kamra) বিতর্কিত মন্তব্যের জেরে আরও একবার সামনে এল কৌতুকাভিনেতা ও বাংলার অন্যতম সেরা টেলিভিশন উপস্থাপক মীরের জনপ্রিয় অনুষ্ঠান “মিরাক্কেল”-এর সেই বিতর্কিত ঘটনা। সে সময় মমতাকে উপহাস করে ডুবেছিলেন মীর। কিন্তু কুণালের ক্ষেত্রে কোন ছবি?
“মিরাক্কেল”-এর সেই বিতর্কিত ঘটনা-
একসময় সপ্তাহে তিন দিন রাত সাড়ে ন’টা মানেই একটি বেসরকারি চ্যানেলের এই শো-তে চোখ রাখতেন আম-বাঙালি। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ছিল মীরের (Mir) এই শো। সেই শো-তেই ১০ বছর আগে কোন এক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কে নিয়ে কৌতুক করতে দেখা যায় মীর আফসার আলীকে। আর সেটাই ছিল তার জীবনের কাল। মজা করতে গিয়ে সে সময় তুমুল বিতর্কে জড়ান এই কৌতুক শিল্পী। শুধুমাত্র বিতর্কই নয়, কর্মজীবনেও এই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছিল। যার খেসারত তাকে দিতে হচ্ছে আজও। মীরের ওই বিতর্কিত ঘটনার পর টিভি ইন্ডাস্ট্রিতে সমস্ত চাকরি হারান তিনি। এমনকি বড় কোন লাইভ শো-ও পাচ্ছিলেন না তিনি। সমস্ত রকম ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য করা হয়েছিল তাকে। মীরের সেদিন থেকে শুরু হওয়া সেই সংগ্রাম যেন আজও চলছে। শো-এর মাঝে মজা করতে গিয়ে পেশাদার জীবন নষ্ট হয়ে গিয়েছিল তার। গোটা রাজ্য থেকে রাজনীতি সে সময় তাকে একেবারে কোন ঠাসা করে দিয়েছিল। তবে কুনাল কামড়া যথেষ্ট ভাগ্যবান, কারণ তিনি এ রাজ্যের বাসিন্দা নন, তাই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শীন্ডে কে নিয়ে কটাক্ষ করার পরেও তিনি বহালতবিয়তেই রয়েছেন।
কুনাল কামড়ার (Kunal Kamra) বিতর্কিত মন্তব্য-
প্রসঙ্গত, সম্প্রতি নিজের একটি শোয়ের ভিডিও ইউটিউবে শেয়ার করেন কুণাল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন তিনি। কিন্তু সেই ভিডিও মনঃপুত হয়নি অনেকেরই। কুণালের কিছু মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে একনাথ শিন্ডের শিবসেনা।
ঘটনার শুরু একটি লাইভ প্রোগ্রাম থেকে। যেখানে কৌতুকশিল্পী কুণাল কামরা মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে নিন্দাসূচক মজা করেন। শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির ভাঙন নিয়ে দর্শকদের হাসানোর জন্য এক ব্যক্তি বলে উল্লেখ করে তাঁকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলেন। আর সেই ভিডিও আপলোড করার পর থেকেই বিতর্ক।
নিজের অবস্থানে অনড় কুণাল কামড়া-
এই মন্তব্যের পর রাজ্য থেকে দেশে বিতর্কের ঝড় উঠলেও নিজের অবস্থান থেকে সরছেন না কুণাল কামড়া (Kunal Kamra)। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতাদের অপমান করা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কুণাল জানিয়ে দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না এবং এই বিষয়ে আইনি প্রক্রিয়াকেই সম্মান জানাবেন। যেখানে এ রাজ্যে মুখ্যমন্ত্রীকে নিয়ে উপহাস করে পস্তাচ্ছেন মীর সেখানে কৌতুকের আড়ালে অন্যায় করেও এখনও নিজের অবস্থানেই অনড় কুনাল।
আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অস্থায়ী উপাচার্যের পদত্যাগের দাবি
কুণালের পাশে জয়া-হনশল-অনুরাগ-
কুনাল কামড়ার (Kunal Kamra) এই মন্তব্যের পর তার পাশে দাঁড়ান পরিচালক হনশল মেহতা, অভিনেত্রী জয়া বচ্চন থেকে পরিচালক অনুরাগ কাশ্যপ৷ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন কুণাল কামরার সমর্থনে এগিয়ে এসে বাক স্বাধীনতা খর্ব করার বিরুদ্ধে প্রশ্ন তোলেন৷ অর্থাৎ একইরকম দুই ঘটনায় দু রাজ্যে দুরকম ছবি।