নিউজ ডেস্ক: মেঘ-বৃষ্টির পালা শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রা (Temparature)। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে তাপপ্রবাহ পরিস্থিতির কোনও আশঙ্কা এখনও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়নি।
স্বস্তিদায়ক ঝড়বৃষ্টি হবে কি না, সে ব্যাপারেও কিছু নির্দিষ্ট করে বলা হয়নি। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক ভাবে কম থাকতে পারে। তাতে ঘামের অস্বস্তির বদলে যেমন শুষ্ক গরম মিলবে, তেমনই ঝড়-বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনাও কমবে। তাপমাত্রা বৃদ্ধির (Weather Update) সঙ্গে সঙ্গেই রোদের তেজে অস্বস্তি অনুভূত হচ্ছে।, বৃহস্পিতবার দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে।
কলকাতা-
কলকাতায় গত ৭২ ঘণ্টায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়েছে। রাতের তাপমাত্রাও বাড়ছে ধাপে ধাপে। রাতের তাপমাত্রা বেড়ে ২৫.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি বেশি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩৬ থেকে ৯২ শতাংশ।সপ্তাহান্তে শহরের তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩৭ ডিগ্রি। আপাতত কোনো বৃষ্টি বা স্বস্তি নেই।
আরও পড়ুন: মমতাকে উপহাস করে ডুবেছেন মীর! কুণালের ক্ষেত্রে কোন ছবি?
উত্তরবঙ্গ-
অন্যদিকে আজ বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। আগামিকাল অর্থাৎ শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ (Weather Update) বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তিন জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার ও শনিবার এই দু’দিন দার্জিলিং ও কালিংপঙের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।