নিউজ ডেস্ক: ভারতের দিকে তাকিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনূস জানেন যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে তিনি বেশিদিন টিকে থাকতে পারবেন না। এই কারণেই তিনি ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে চান। তবে ভারত এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। এই টানাপড়েনের মাঝে স্বস্তি দিলেন প্রধানমন্ত্রী মোদী। ইউনূসকে চিঠি লিখে প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ সেই কথাও লেখেন প্রধানমন্ত্রী।