শিলিগুড়ি: আবারও রাজ্যে রোগীমৃত্যুর অভিযোগ। ফুলবাড়ি এলাকার একটি নার্সিংহোমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বুধবার গভীর রাতে এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়।
জানা গেছে, ফুলবাড়ির নার্সিংহোমে এক রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে বুধবার তার মৃত্যু হয়। ঘটনার পর রোগীর পরিবারের সদস্যরা নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে ও নার্সিংহোমে রাখা জিনিসপত্র ভাংচুর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নার্সিংহোমে পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে পুলিশ।