নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে ইদ। খুশির উৎসবও কাটবে চরম অস্বস্তির আবহে। কারণ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা (Weather Update) বেশ কয়েক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ‘হট ডে’ পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবার থেকে গরম বাড়বে এবং সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এদিন পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে গরম বাড়বে বলে জানা গেছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ-
তবে এদিন উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে শুক্র ও শনিবার। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে বৃষ্টি কমবে। সোমবার পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন:রাজ্যে হিন্দুদের ওপর হামলার ঘটনা! হিন্দুদের বাড়িঘর ও দোকান ভাঙচুর দক্ষিণ মালদায়
কলকাতা-
কলকাতায় দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। অনুভূত হবে তীব্র গরম (Weather Update)। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৯১ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শূন্য। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়া।