লন্ডন: লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের মাঝে আচমকাই বাধা সৃষ্টির চেষ্টা করলেন জনাকয়েক বিক্ষোভকারী৷ ভোট পরবর্তী হিংসা, আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলতে মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ যদিও ঠান্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷ সৌজন্য বজায় রেখেই বিক্ষোভকারীদের জবাব দেন তিনি৷
নিজেকে সংযত রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ধন্যবাদ, আমাকে এই ভাবে স্বাগত জানানোর জন্য। এটা গণতন্ত্র। আপনারা নিজেদের দাবিগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন।’ একইসঙ্গে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাদের দলকে বলুন আমাদের রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে যাতে তাঁরা আমাদের সঙ্গে লড়াই করতে পারে৷’
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majhumder) নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ”গণতন্ত্রের তথাকথিত রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্রিটেনেও বাঙালিদের রোষের মুখোমুখি! বাস্তবতা স্পষ্ট: বাঙালিরা, বাংলায় থাকুক বা বিদেশে, তার ভণ্ডামি বুঝতে পেরেছে। মুখ্যমন্ত্রী বাংলাকে অনাচার, তোষণ, দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে। এখন, সে হাইড পার্কে পিছনের দিকে হাঁটছে, ঠিক যেমন সে বছরের পর বছর ধরে বাংলাকে পিছনে টেনে নিয়ে গেছে। ২০২৬ সালের গণনা শুরু হয়ে গেছে। এবার বাংলা জেগে উঠবে, আর আপনার পতন হবে।”