নিউজ ডেস্ক: দক্ষিণ মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একদল উন্মত্ত জনতা হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে সাম্প্রদায়িক আক্রমণ বলে দাবি করেছেন। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেছেন, “তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলছেন।” তিনি অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালিয়েছে। তিনি আরও বলেছেন, সংখ্যালঘু তোষণ করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লু প্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তোলামূল সরকার।