নিউজ ডেস্ক: এবার থেকে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির (Kedarnath temple) চত্বরে ভিডিও ও রিল তৈরিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেদারনাথ-বদ্রিনাথ পাণ্ডা সমাজ জানিয়েছে, কেউ ভিডিও বা রিল তৈরি করলে তাকে দর্শন না করিয়েই ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হতে পারে।
এ প্রসঙ্গে কেদারনাথ সভার সভাপতি রাজকুমার তিওয়ারি জানান, গত বছর ভিডিও তৈরির প্রবণতা বেড়ে গিয়েছিল, যা পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। তাই এবছর মন্দির কর্তৃপক্ষ তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।