নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ২% বৃদ্ধি পেল। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। এর ফলে মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৫৫.৯৮%।
যদিও সাম্প্রতিক কালে এটাই সবচেয়ে কম বৃদ্ধির হার। এর আগে, ২০২৩ সালের জুলাই মাসে ৫০% থেকে ৫৩% করা হয়েছিল। করোনাকালে ডিএ স্থগিত থাকলেও ২০২১ থেকে আবার চালু হয়। তবে এই বৃদ্ধির বিষয়ে এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে।